Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিকরা পাশে থাকবে, মাঠে নয়!


২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৪:৪০

আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খালেদা জিয়ার রায় নিয়ে সৃষ্ট অস্থিরতায় বিএনপির পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও মাঠে থাকবে না ২০ দলীয় জোটের শরিকরা। ৮ ফেব্রুয়ারি জোট নেতার রায়ের দিন শরিক দলগুলো আলাদা কোনও কর্মসূচি দিচ্ছে না। রায় শোনার জন্য আদালতে যাওয়ার পরিকল্পনাও নেই জোট নেতাদের। দলের নেতা-কর্মীদের জন্যও নেই বিশেষ কোনও নির্দেশনা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তবে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনও কর্মসূচি ঘোষণা করলে নিজেদের সাধ্যমতো সেটি পালন করার চেষ্টা করবে জোট শরিকরা।

সংশ্লিষ্টদের মতে, বিএনপি জোটের দ্বিতীয় বৃহৎ দল জামায়াত নিস্ক্রিয় হয়ে পড়ায় এবং তৃতীয় বৃহৎ দল ইসলামী ঐক্যজোট ২০ দল ছেড়ে চলে যাওয়ায় বিএনপির জন্য বেশি কিছু করার সুযোগও নেই শরিকদের। তার ওপর আবার জোটের প্রতি বিএনপি উদাসিন থাকায় শরিক দলগুলো  ‘উৎসাহী’ ভূমিকা পালনে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না।

শরিক দলের নেতাদের অভিযোগ, ২০১২ সালে জোট গঠনের পর বিএনপি কখনই এই জোটকে সক্রিয় ও শক্তিশালী করার ব্যাপারে যত্নশীল হয়নি। কেবল বিপদে পড়লেই জোট নেতাদের ডাকা হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও শরিকদলগুলো খুব একটা পাত্তা পায় না। তাই খালেদা জিয়ার মামলার রায় নিয়ে ২০ দলের বৈঠকে আবেগী বক্তব্য দিলেও রাজপথে নেমে পুলিশি হয়রানির শিকার হওয়ার চিন্তা-ভাবনা কারো নেই।

সূত্রমতে, বিএনপি জোটের শরিকদল জামায়াতে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল পিপলস পার্টিসহ (এনপিপি) অন্য শরিকরা খালেদা জিয়ার রায়কে ঘিরে এখন পর্যন্ত দলীয় কোনো কর্মসূচি পালনের সিদ্ধান্ত বা প্রস্তুতি নেয়নি। শরিক দলগুলো বিএনপির নির্দেশনার দিকে  তাকিয়ে আছে।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার সঙ্গে জোট নেতাদের সর্বশেষ বৈঠকে বলে দেওয়া হয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নেওয়া সিদ্ধান্ত সময় মতো তাদের জানিয়ে দেওয়া হবে। এ কারণে নিজেদের মধ্যে কোনও প্রস্তুতিসভা, বৈঠক বা কর্মীদের জন্য দিকনির্দেশনামূলক কোনও বার্তা পাঠানো হয়নি।

অবশ্য বিশ্লেষকরা বলছেন, জামায়াত ও ইসলামী ঐক্যজোট বাদে বিএনপি জোটের শরিকদলগুলোর পক্ষে বিশেষ কিছু করে দেখানোর সক্ষমতাও নেই। যদিও নিকট অতীতে স্থানীয় নির্বাচন ও খালেদা জিয়ার জনসভা সামনে রেখে এইসব খর্ব শক্তির দলই ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু এবার খালেদা জিয়ার রায় নিয়ে তাদের মধ্যে তেমন কোনো প্রস্তুতি নেই ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সারাবাংলাকে বলেন, ‘খালেদা জিয়ার রায় নিয়ে আমাদের দলীয় কোনও কর্মসূচি নেই। জোটের পক্ষ থেকে কোনও কর্মসূচি দিলে সেটি আমরা পালন করব। দেখি জোট থেকে কোনও নির্দেশনা আসে কীনা।’

তবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার রায় সম্পর্কে দলের বক্তব্য তুলে ধরবেন। আর দলীয় কোনো কর্মসূচি গ্রহণ করা হবে কিনা, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

জোটের আরেক শরিক ন্যাশনার পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সারাবাংলাকে বলেন, ‘খালেদা জিয়ার রায়ের দিন আলাদা কোনও কর্মসূচির কথা আমরা চিন্তা করিনি। জোট থেকে যদি কোনও কর্মসূচি দেওয়া হয় সেটা পালান করব।’

বিজ্ঞাপন

ওই দিন মাঠে থাকবেন কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে বলা হয়েছে, এ ব্যাপারে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। আমরা সেটির অপেক্ষায় আছি। মাঠে থাকার নির্দেশ এলে থাকব। তবে সেটি হবে জোটের কর্মসূচি হিসেবে। এটা আমাদের দলীয় কর্মসূচি নয়।’

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া সারাবাংলাকে বলেন, ‘ম্যাডামের রায়ের দিন দলীয় কোনও কর্মসূচি আমাদের নেই। তবে জোটের কোনও কর্মসূচি বা নির্দেশনা যদি থাকে সেটি আমরা পালন করার চেষ্টা করব।’

সারাবাংলা/এজেড/টিএম

কর্মসূচি খালেদা বিএনপি মামলার রায় শরিক দল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর