বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৯ জুন ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১৭:৪২
ঢাকা: ইরাকের সঙ্গে বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং এর সম্ভাব্য অগ্রগতি নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)- এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ হোসেন।
বুধবার (১৯ জুন) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সাক্ষাতকালে তাদের মধ্যে এই আলোচনা হয়। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) পরিচালক মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল মজিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাটমন্ত্রী বলেন, ‘কুয়েত-ইরাক যুদ্ধের আগে ইরাক ছিল বাংলাদেশি পাটপণ্যের নিয়মিত বাজার। ১৯৯৭ সালে গ্রেইন বোর্ড অব ইরাকের সঙ্গে ৩৮ হাজার বেল পাটপণ্য বিক্রয়ের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরাক-ইরান যুদ্ধের ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ৫ দশমিক ৭২ মিলিয়ন ডলারের পণ্যমূল্য অনাদায়ী রয়ে যায়।’ এ বিষয়ে কাজ করতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয় ঐতিহাসিকও বটে। ইরাক বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। দুদেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হচ্ছে।’ ইরাকে বস্ত্র ও পাটখাতের বাজার সম্প্রসারণে রাষ্ট্রপতি কাজ করে যাবেন বলেও মন্ত্রীকে অবহিত করেন।
সারাবাংলা/এমএইচ/একে