চট্টগ্রামে শ্রেণিকক্ষে স্কুল প্রহরীর ঝুলন্ত মরদেহ
১৯ জুন ২০১৯ ১৫:২০ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১৫:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে- সেটি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
বুধবার (১৯ জুন) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মৃত জাহাঙ্গীর আলমের (৫৮) বাড়ি উত্তর সর্তা গ্রামে।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) টুটন মজুমদার সারাবাংলাকে জানান, জাহাঙ্গীর ওই স্কুলে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। বুধবার সকালে স্থানীয়রা শ্রেণিকক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন এসআই টুটন।
সারাবাংলা/আরডি/এমএইচ