Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে ভর্তিতে দ্বিতীয় দফায় আবেদন শুরু


১৯ জুন ২০১৯ ১২:৪৫ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১২:৫৭

ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় আবেদন করার সুযোগ শুরু হয়েছে বুধবার (১৯ জুন) থেকে।

বুধ ও বৃহস্পতিবার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। এরপর শুক্রবার (২১ জুন) রাতে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে।

এই দফায় যারা নির্বাচিত হবেন তাদের ২২ ও ২৩ জুন ভর্তি নিশ্চায়ন করতে হবে।

মঙ্গলবার (১৮ জুন) শেষ হয়েছে একাদশে প্রথম দফার ভর্তি নিশ্চায়নের সময়। প্রথম দফায় ১০ লাখেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি নিশ্চায়ন করেছেন। বাদ রয়েছেন এক লাখেরও বেশি শিক্ষার্থী। তবে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ভর্তি নিশ্চায়ন করা কিংবা বাদ পড়া শিক্ষার্থীদের নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, বুধবার সন্ধ্যার আগে নিশ্চয়ন করা শিক্ষার্থীদের সঠিক সংখ্যাটি জানা যাবে।

প্রসঙ্গত, ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় দফায় কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ জুন রাতে প্রকাশ করা হবে আবেদনের ফল। আগামী ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের প্রথম দিন শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

সারাবাংলা/টিএস/এসএমএন

আবেদন গ্রহণ একাদশ শ্রেণিতে ভর্তি টপ নিউজ দ্বিতীয় দফায় একাদশে ভর্তি