Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য


১৯ জুন ২০১৯ ০০:৪৫ | আপডেট: ১৯ জুন ২০১৯ ০০:৫৮

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকার ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বাজেটকে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী উল্লেখ করে সরকার দলীয় এমপিরা বলেছেন, বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, দেশের অর্থনীতি ও বাজেটের আকার। তবে যাদের মানসিক সমস্যা রয়েছে তাদের কাছে এই বাজেট ভালো লাগার কথা নয়। অন্যদিকে বিএনপি দলীয় এমপিরা বলেছেন, বিশাল আকারের বাজেট দেওয়া হলেও ঘাটতির কারণে তা বাস্তবায়ন খুব কঠিন হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এদিন সংসদে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্ব আলোচনায় অংশ নেন সরকারি দলের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, আবদুল মান্নান, পংকজ দেবনাথ, অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান (শিখর), খালেদা খানম, বেগম কানিজ ফাতেমা আহমেদ, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, শেখ এ্যানী রহমান, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খান ও বিএনপির মোশারফ হোসেন ভূইয়া।

বিজ্ঞাপন

বিএনপির মোশারফ হোসেন ভুঁইয়া খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘বিশাল আকারের বাজেট দেওয়া হলেও এতো ঘাটতি দিয়ে তা বাস্তবায়ন খুব কঠিন হবে। জনগণের ওপর পুরো করের বোঝা না চাপিয়ে নতুন করদাতা খুঁজতে হবে।’

তিরি আরও বলেন, ‘সংসদে আমরা মাত্র ৬ জন। কিন্তু আমরা কথা বলতে গেলেই বাধা দেওয়া হয়। জিয়াউর রহমান ও তারেক রহমান এদেশের জন্য অনেক কাজ করে গেছেন। জিয়াকে খুনি ও তারেককে দুর্নীতিবাজ বললে আমাদেরও পাল্টা জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। ’

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানান মোশারফ হোসেন ভুঁইয়া।

ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খান বলেন, ‘মানসম্মত শিক্ষায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অনেক পেছনে। দেশে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। তরুণ সমাজ মাদকের হাত থেকে রেহাই পাচ্ছে না।’ তিনি জাতীয় সংসদের ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করে প্রত্যক্ষ নির্বাচনের দাবি জানান।

এদিকে সরকারি দলের পংকজ দেবনাথ বলেন, গত ১০ বছরে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। নিভৃত গ্রামেও এখন জ্বলছে বিজলী বাতি। দেশের বিশাল অগ্রগতি, উন্নয়ন ও সাফল্যের কারণেই দেশের তরুণ ও নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করেছে। দুর্নীতির বরপুত্র কুলাঙ্গার তারেক রহমানদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে বিতর্কিত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে ব্যাপক পরাজয় নিশ্চিত জেনেই ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচনী যুদ্ধে অংশ না নিয়ে ষড়যন্ত্র ও নির্বাচন বাণিজ্য করেছে।’

সরকারি দলের আরেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান (শিখর) বলেন, ‘বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর ধ্যান-জ্ঞান। সে লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত ১০ বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, দেশের অর্থনীতি ও বাজেটের আকার। তবে যাদের মানসিক সমস্যা রয়েছে তাদের কাছে এই বাজেট ভালো লাগার কথা নয়। কারণ তারা সরকারের কোনো উন্নয়নই চোখে দেখেন না।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘জাতীয় সংসদে এসে বিএনপির ৫/৬ জন সংসদ সদস্য লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। মাত্র কয়েকদিনেই তাদের অসংসদীয় ভাষা যেভাবে এক্সপাঞ্জ করা হয়েছে, অতীতে কখনও হয়নি। বিএনপি-জামায়াতের ভয়াল অগ্নি-সন্ত্রাসের শিকার মানুষগুলোর দীর্ঘশ্বাসে বিএনপি এখন মুসলীম লীগ হওয়ার পথে। ’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

পাল্টাপাল্টি বাজেট ২০১৯-২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর