Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের স্বাস্থ্য প্রতিবেদনে দেরি, রংপুর মেডিকেলের চিকিৎসককে তলব


১৮ জুন ২০১৯ ১৮:২৬

ঢাকা: রংপুরের হারাগাছে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দিতে দেরি করায় রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. সোহেলী সুলতানাকে তলব করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য পরীক্ষার একমাস পর তিনি ওই প্রতিবেদন জমা দেন। আগামী ১০ জুলাই তাকে  আদালতের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

মঙ্গলবার (১৮জুন) এক আসামির জামিন শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

পরে ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, ১ মাস দেরিতে ওই কিশোরীর মেডিকেল রিপোর্ট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই চিকিৎসককে ১০ জুলাই আদালতে হাজির হতে হবে।

তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছ এলাকায় ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৩ মার্চ সাকেরুল ইসলামসহ ২ জন গ্রেফতার হন।কিন্তু কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ১ এপ্রিল দেন ওই চিকিৎসক।

এদিকে, ওই মামলা গ্রেফতার এক আসামি সাকেরুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, কিশোরীর মেডিকেল রিপোর্টে জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এ অবস্থায় আদালত মেডিকেল রিপোর্ট নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ আদেশ অনুসারে তদন্ত কর্মকর্তা মেডিকেল রিপোর্ট নিয়ে হাইকোর্টে হাজির হলে আদালত এই  নির্দেশ দেন ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এজেডকে/জেডএফ 

টপ নিউজ তলব. রংপুর মেডিকেল ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর