Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ভূমিকম্পে ১২ জনের মৃত্যু, আহত ১০০


১৮ জুন ২০১৯ ১৭:৫৪

চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এছাড়া আরও এক শ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (১৭ জুন) ইয়িবিন অঞ্চলের চিংগিং-এ এই ঘটনা ঘটে। ভূমিকম্পের পর আরও কয়েকটি মৃদু ভূকম্পন বা ‘আফটার শক’ অনুভূত হয়।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের খবরে বলা হয়, পাঁচ শ’র বেশি উদ্ধারকর্মী দুর্গত এলাকায় দুর্যোগ পরবর্তী তৎপরতা চালিয়ে যাচ্ছে। চার হাজারেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে।  ভূমিধসে কোথাও কোথাও রাস্তা বন্ধ হয়ে গেছে।

সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের ঘটনা প্রায়ই ঘটে। ২০০৮ সালে সেখানে ৭.৯ মাত্রার এক ভূমিকম্পে ৮৭ হাজার মানুষের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

চীন ভূমিকম্প সিচুয়ান প্রদেশ