টরন্টোতে বিজয় মিছিলে গুলি, আহত ৪
১৮ জুন ২০১৯ ১৪:৫১ | আপডেট: ১৮ জুন ২০১৯ ১৫:১২
টরন্টো র্যাপ্টরস বাস্কেটবল দলের সমর্থকদের বিজয় মিছিলে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত চার জন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার (১৮ জুন) টরন্টোর নাথান ফিলিপ স্কয়ারের সিটি সেন্টারে এ ঘটনা ঘটে। টরন্টো র্যাপ্টরস প্রথমবারের মতো এনবিএ শিরোপা জয়ের উদযাপন করতে সেখানো জড়ো হয়েছিলেন সমর্থকরা।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর আতঙ্কিত অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে, জব্দ করা হয়েছে দুইটি বন্দুক। তদন্তে সহায়তার জন্য জনতার কাছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজও চেয়েছে পুলিশ।
টরন্টো পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। তবে কারও অবস্থাই সংকটাপন্ন নয়।
২৪ বছরের ইতিহাসে টরন্টো র্যাপ্টরস এই প্রথম কানাডার কোনো দল হিসেবে এনবিএ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে। সেই জয় উদযাপনের জন্যই নাথান ফিলিপ স্কয়ারে বিজয় মিছিলসহ বিভিন্ন আয়োজন ছিল। আয়োজনের সমাপনী অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়-সমর্থক ছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, টরন্টোর মেয়র জন টরির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ট্রুডো এক টুইটে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, এ ধরনের সহিংতা এই অনুষ্ঠানের স্পিরিটকে নষ্ট করতে পারবে না, আমরা সেটা হতে দেবো না।
সারাবাংলা/টিআর