Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


১৮ জুন ২০১৯ ১৪:৩৮

কুমিল্লা: কুমিল্লায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার যাত্রাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সিরাজ মিয়া ও আব্দুর রহমানের ছেলে আইয়ুব আলী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট থেকে একটি পিকআপ ভ্যান কিরণ খাল বাজারের দিকে যাচ্ছিল, এ সময় উল্টোদিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয় ভ্যানটি। এতে সিএনজির যাত্রী আইয়ুব আলী এবং সিরাজ মিয়া সহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি এবং মরদেহ দুটি উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সারাবাংলা/এসএমএন

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর