Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় পাটক্ষেতে ২ কিশোরের লাশ


১৮ জুন ২০১৯ ১২:২৬ | আপডেট: ১৮ জুন ২০১৯ ১২:৩০

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে ২ কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতরা হচ্ছে- পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার জিকারপুর পশ্চিম বিল্লা গ্রামের জাকির হোসেন (১৪ ) এবং ইমন (১৬) ।

ওসি জাকিরুল বলেন, ‘সকালে ইসবপুর গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নেয়।’

সারাবাংলা/এমও

পাটক্ষেত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর