শিশু হাসপাতালে দুদকের টিম
১৮ জুন ২০১৯ ১১:৫৬ | আপডেট: ১৮ জুন ২০১৯ ১২:০২
ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় রাজধানীর শিশু হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের একটি টিম হাসপাতালে প্রবেশ করে।
শিশু হাসপাতালের পরিচালক ডা. শফি আহমেদ দুদক টিমের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. মঞ্জুর হোসেন ও বর্তমান পরিচালক ডা. শফি আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া, চিকিৎসকরা সময় মতো উপস্থিত হন কিনা, হাসপাতালের ওষুধ রোগীদের কাছে পৌঁছায় কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের হিসাব-পত্রের বিভিন্ন কাগজপত্রও খতিয়ে দেখছে দুদক টিম।
আরও পড়ুন: ঢাকা শিশু হাসপাতাল: যেখানে ময়লার ভাগাড়েই চলে চিকিৎসা!
সারাবাংলা/ইউজে/এমও