Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণের টাকায় বাজেট, যাবে লুটেরাদের পকেটে: ফখরুল


১৭ জুন ২০১৯ ২০:২৩

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বাজেট দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই টাকা যাবে লুটেরাদের পকেটে।

তিনি বলেন, যে কারণে লুটেরাদের মুখে হাসি। দেশের মানুষের মুখে হাসি নেই। সোমবার (১৭ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আয়োজিত কর্মী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু সেই অস্ত্র লুণ্ঠন করে আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে। এই নির্বাচনে জনগণ পরাজিত হয়েছে, বিএনপি পরাজিত হয়নি। তাই আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনেয়ারুল ইসলামসহ অনেকে।

জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় এটিই তার প্রথম কর্মী সমাবেশ। এদিন হরিপুর উপজেলা ছাড়াও রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা কর্মী সমাবেশে অংশ নেন ফখরুল।

সারাবাংলা/এটি

নির্বাচন ফখরুল বাজেট বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর