আইইউবিতে চাকরির মেলা: শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ
১৭ জুন ২০১৯ ২০:০৩ | আপডেট: ১৮ জুন ২০১৯ ১৩:১৫
ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্নাতক পাস ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পছন্দের পেশা নির্বাচনের সুযোগ তৈরি করে দিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘আইইউবি জব ফেয়ার-২০১৯।’
সোমবার (১৭ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মেলবন্ধন ঘটাতে মেলাটি আয়োজন করে আইইউবির ক্যারিয়ার গাইন্ডেস অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ।
চাকরি মেলার উদ্বোধন করেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য জাবেদ হোসেন, আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য মিলান পাগন, আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের পরিচালক মো. আব্দুল্লাহ ইকবাল, কেআইটিসির কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারাহ মাহবুব এবং বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান শেখ এহসান রেজাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় রাশেদ আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিবছর স্বপ্রণোদিত হয়ে নতুন নতুন প্রতিষ্ঠান আইইউবির চাকরি মেলায় অংশ নিচ্ছে। ফলে মেলাটির মান ও পরিধি বাড়ছে। ‘
এ সময় কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেতে শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
যেকোনো প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরিতে আইইউবি স্বচেষ্ট ও এ লক্ষ্যেই শিক্ষার্থীদের তৈরি করা হচ্ছে বলে উল্লেখ করে ট্রাস্টি বোর্ডের সদস্য জাবেদ হোসেন বলেন, ‘চাকরির জন্য শিক্ষার্থীরা নিজেদের কীভাবে তৈরি করবে তা মেলার মাধ্যমে জানা যাবে।’
চাকরি মেলা ঘুরে দেখা গেছে, বহুজাতিক ও স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান মোট ৫৭টি স্টলে শিক্ষার্থীদের স্থায়ী চাকরি ও ইন্টার্নশিপের সুবিধা তৈরি করে দিতে জীবন বৃত্তান্ত (সিভি) জমা নিচ্ছে। পাশপাশি শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও সিভি জমা দেওয়ার সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার পাশাপাশি প্রশ্ন করে জেনে নিচ্ছে বিভিন্ন তথ্য। প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরছেন।
চাকরি প্রত্যাশী মুশফিক সাজিদ সারাবাংলাকে বলেন, ‘চাকরি মেলাটি শিক্ষার্থীদের পছন্দ মত পেশা নির্বাচনে সহায়ক হবে। আমরা সহজেই একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারছি।’
‘শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা কী?’ এমন প্রশ্নের জবাবে ব্র্যাকের প্রতিনিধি জুনায়েদ আহমদে চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পেশাগত জীবনে যে সক্ষমতা প্রয়োজন আইইউবির শিক্ষার্থীদের সেটা আছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার পাশপাশি যোগ্যদের চাকরির ক্ষেত্র সৃষ্টি করতে সিভি জমা নিচ্ছি। আশা করছি আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যদের আমরা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারব।’
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেবা নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিসের প্রতিনিধি খালেদ বিন ওবায়েদ সারাবাংলাকে বলেন, ‘আমাদের এই সেবাটি নতুন এবং এবারই প্রথম আমরা কোনো চাকরি মেলায় অংশ নিয়েছি। এই মেলা থেকে আমরা অনেক সারা পাচ্ছি। শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে আগ্রহ দেখাচ্ছে এবং চাকরির আবেদন করছে।’
উল্লেখ্য, আইইউবি প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সর্ম্পকে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি ও পছন্দের পেশা নির্বাচনে সহায়তা দিতে এই মেলার আয়োজন করে থাকে। পাশপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ করে দেওয়াও এই মেলার উদ্দেশ্য।
আইইউবির চাকরি মেলায় মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলাডটনেট।
সারাবাংলা/ওএম/পিটিএম