Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপ-নির্বাচন: বগুড়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫


১৭ জুন ২০১৯ ১৮:০৮

বগুড়া: আসন্ন বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ জুন) দুপুরে শাঁখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, সিফাত সরকার, আব্দুল মামুন, মাসুদ ও সম্রাট।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া সদর-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন ওই আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপি‘র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুপুরে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজের সমর্থকরা গাড়ি বহর নিয়ে নির্বাচনি প্রচারণায় পাঁচবাড়িয়া এলাকায় যায়। সেখানে স্বতন্ত্র প্রার্থী (আপেল প্রতীক) মো. মিনহাজ ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিনহাজের কর্মী-সমর্থকরা সিরাজের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তারা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিন চাঁন দাবি করেছেন, হামলায় তাদের কমপক্ষে ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে বিএনপিকে দায়ী করে পাল্টা অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ। তিনি জানান, গোলাম মোহাম্মাদ সিরাজের সমর্থকরা তার নির্বাচনি অফিসে ভাঙচুর চালিয়েছে। হামলায় মিনহাজের দুই সমর্থক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মো. মিনহাজ নিজেও বিএনপি’র রাজনীতি করতেন বলে এলাকায় চাউর রয়েছে। এ বিষয়ে মিনহাজ বলেন, আমি কখনো বিএনপি করতাম না। স্বতন্ত্র প্রার্থীই আমার পরিচয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, কোনো পক্ষই বিকেল পর্যন্ত অভিযোগ করেনি। তবে সংঘর্ষে দুইজন আহত হওয়ার তথ্য তিনি পেয়েছেন।

সারাবাংলা/এটি

উপ-নির্বাচন ধাওয়া-পাল্টা ধাওয়া বগুড়া-৬ আসন বিএনপি সংঘর্ষ স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর