‘জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না’
১৭ জুন ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ১৭ জুন ২০১৯ ১৭:৫৫
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। দুঃসময়ের ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। তাদের অবহেলা করলে দল টিকবে না।
সোমবার (১৭ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় ওবায়দুল কাদের একথা বলেন। ২৩ জুন অনুষ্ঠিতব্য দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ সভা আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের আত্মা পড়ে আছে তৃণমূলে। দলের অসংখ্য গরীব-দুঃখী সমর্থক ও কর্মীর ঘরে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের আত্মা কোথায়? শহরের এই আলোক-সজ্জিত সুরম্য ভবনে যদি খুঁজি তাহলে ভুল করব। এটা উপলব্ধি করতে পারলে, আওয়ামী লীগকে আমরা ভালবাসতে পারব। ’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে কাদের আরও বলেন, ‘তাঁর কারণে বাংলাদেশের গরীব-দুঃখী মানুষ আজ আমাদের কর্মী-সমর্থক। এই কারণে আওয়ামী লীগ ন্যাচারাল পার্টি। পার্টি এখন ক্ষমতায় আছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আমরা ক্ষমতায় আসব।’
পুরান ঢাকায় অনেক সাহসী নেতৃত্ব জন্ম নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,‘আপনাদের কাছে একটা প্রশ্ন- হারিয়ে যাওয়া মানুষের মিছিলে কি আমরা কোনো ম্যান রিপ্লেস করতে পারছি? তাদের রিপ্লেসমেন্টটা তো আমদের করতে হবে। নতুন কর্মী রিক্রুট করতে হবে। আমরা গণসংযোগ করে সদস্য সংগ্রহ অভিযান করি। কিন্তু এই অভিযান কতটা সফল হয়? কতটা কার্যকর হয়? আপনারা একটু ভেবে দেখবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘শুধু বক্তৃতা করে দল টেকানো যাবে না। আপনাদের সবার দায়িত্ব আছে। কেউ সারাজীবন বেঁচে থাকবেন না, নতুন লোক সৃষ্টি করুন। কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। শেখ হাসিনা ওয়ান ইলেভেনে কারাগার থেকে বের হতে পারতেন না, যদি কর্মীরা ঐক্যবদ্ধ না থাকত। কর্মীরাই পারে দুঃসময়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে। ’
তিনি আরও বলেন, ‘কোনো স্বার্থে বশীভূত হয়ে দলের কমিটি গঠন করবেন না। আজ আমি জেনারেল সেক্রেটারি। কাল যদি না থাকি, আমার দাপট দেখানোর আর কোনো শক্তি থাকবে না। ’
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে। আমাদের পার্টি শেখ হাসিনার সমকক্ষ হতে পারেনি। কিন্তু কেন? কি কি দুর্বলতা আছে? সেগুলো চিহ্নিত করতে হবে। ’
তিনি আরও বলেন, ‘আমি কোন নেতাকে কটাক্ষ করব না, সবার আন্তরিকতা আছে। কিন্তু বাস্তবতাটা উপলব্ধি করুন। দলের স্বার্থে কাজ করুন। ‘
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচিত সংসদকে তারা অবৈধ বলে। আদালতের রায়ে আছে- বিএনপির জন্মই অবৈধ। তাদের জন্ম ও সরকার গঠন থেকে সবই ছিল অবৈধ। তাদের মুখে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন,মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহম্মেদ মান্নাফি, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, মোর্শেদ কামালসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সারাবাংলা/এনআর/পিটিএম