Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘুম থেকে ডেকে তুলে মেয়ের গলা কেটে হত্যা করে মা’


১৭ জুন ২০১৯ ১৭:০১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শামীমা খাতুন (৩২) নামে এক নারী তার দুই বছর বয়সী মেয়ের গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার জেহালা ইউনিয়নের সনাতনপুর গ্রামে সোমবার (১৭ জুন) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই ঘটনা ঘটে।

স্নেহা নামে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্নেহার বাবার নাম মামুন উর রশীদ।

প্রতিবেশীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মালেক জানান, সকালে স্নেহাকে ঘুম থেকে ডেকে তুলে শামীমা দোতলায় সিঁড়িঘরের পাশে রান্না ঘরে নিয়ে যান। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তিনি স্নেহাকে হত্যা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ শামীমা খাতুনকে আটক করে। ইতোমধ্যে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৭। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, বলেন মালেক।

সারাবাংলা/এটি

গলাকেটে হত্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর