আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
১৭ জুন ২০১৯ ১৬:৪৪ | আপডেট: ১৭ জুন ২০১৯ ১৬:৫২
আশুলিয়া: সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার খা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) সকালে আশুলিয়ার কাঠগড়া পশিচম পাড়া থেকে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার এসআই বদরুজ্জামান জানান, গতকাল রাতে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করে তুষার খাঁ। তখন শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তুষারকে আটক করে গণপিটুনি দেয়। পরে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।
পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ধর্ষক তুষার খাঁ ওই এলাকার মাহি পালোয়ানের বাড়িতে ভাড়া থেকে গ্যাস লাইলের কাজ করতো। সে নরসিংদী জেলার বেলাবো থানার ওয়ারি গ্রামের মুক্ত খাঁর ছেলে।
এসআই বদরুজ্জামান আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমআই