Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি যোগ দিলেও সংসদ বৈধতা পাবে না: হারুনুর রশিদ


১৬ জুন ২০১৯ ২১:৩৭

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে বিএনপির সদস্যরা যোগ দিলেও সংসদ বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এছাড়া নির্বাচনে ৪ হাজার কোটি টাকা খরচ করা হলেও একাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে পারেনি বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

রোববার (১৬ জুন) জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তৃতার শুরুতে হারুনুর রশিদ জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, ‘ন্যায় বিচার থেকে বঞ্চিত, সরকারের প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া জেলে আছেন।’

এরপর তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিশংসভাবে হত্যা করা হয়। নিঃসন্দেহে এটি একটি ট্রাজেডি। অতি নিন্দনীয়। কোনো বোধ সম্পন্ন মানুষ এই হত্যাকাণ্ড সমর্থন করতে পারে না। ইনডেমিনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ। বিএনপি ইনডেমিনিটি দেয়নি।’

আজ ধান কাটার কামলা পাচ্ছি না উল্লেখ করে তিনি বলেন, ‘এতে নাকি আমরা স্বয়ংসম্পুর্ণ হয়েছি। কৃষকরা উৎপাদিত ধানের দাম পাচ্ছে না। কৃষকরা যাতে দাম পায় সেই উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না। দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হলে গত কয়েক বছর কত লাখ টন ধান চাল আমরা আমদানি করেছি। তাহলে কেন আমদানি করা হলো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়নি। যদিও কৃষি ক্ষেত্রে অনেক সফলতা আছে। সরকারের প্রণোদনা ও কৃষকের আন্তরিকতার কারণে গত নির্বাচনে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এই নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশন কোনো গ্রহণযোগ্যতা দেখাতে পারেননি। নির্বাচন কমিশন ব্যর্থ। এই ব্যর্থ নির্বাচন কমিশনকে সরে যেতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপির ছয় জন সংসদে প্রবেশ করায় জাতীয় সংসদ বৈধতা পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানে যে গণতান্ত্রিক স্পেস আছে, সেটা আজ অনুপস্থিত। আমি সংসদ নেতাকে অনুরোধ করবো, যারা যত বেশি আপনাকে তোষামোদ করছে, তাদের প্রতি সর্তক থাকবেন। এটা কোরআন হাদিসেও আছে।’

হারুনুর রশিদের এসব বক্তব্যের সময় সংসদে সরকারি দলের কেউ কেউ আপত্তি জানালে হারুনুর রশিদ তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে বলতে দিন। তা না হলে ম্যাসেজ যাচ্ছে আপনারা আমাদের সংসদে কথা বলতে দিতে চান না। আজ উচ্চ আদালত, নিন্ম আদালত কোনটা স্বাধীন না। দুর্নীতি দমন কমিশনে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পাঠানো হচ্ছে, আর সেখান থেকে রেহাই দিয়ে বের করে দেওয়া হয়। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এই বিষয়গুলো দেখতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমআই

জাতীয় সংসদ পার্লামেন্ট বিএনপি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর