Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসআরএম কারখানায় ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু


১৬ জুন ২০১৯ ১৮:৫০ | আপডেট: ১৬ জুন ২০১৯ ১৮:৫১

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) একটি কারখানায় ক্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক শ্রমিক।

রোববার (১৬ জুন) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন (৩২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ভগবতী গ্রামের জুহুদুল হকের ছেলে।

নুর হোসেন অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বিএসআরএম-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ওসমান গণি মজুমদার।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘কারখানায় মোবাইল ক্রেন আছে। ক্রেনগুলো রেলাইনের মতো লোহার লাইনের ওপর দিয়ে মুভ করে। তিনি (নুর হোসেন) সেই লাইনের উপর দিয়ে হেঁটে যাবার সময় ক্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় কারখানা থেকেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন সারাবাংলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’

সারাবাংলা/আরডি/এমআই

বিএসআরএম শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর