Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে খাদে


১৬ জুন ২০১৯ ১৫:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৬ জুন) ভোর ৫টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কসাইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন সারাবাংলাকে বলেন, ‘সিল্কি পরিবহনের বাসটি ঢাকার আবদুল্লাহপুর থেকে কক্সবাজার যাচ্ছিল। ভোরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যাত্রীদের মধ্যে আহত অবস্থায় কমপক্ষে ২০ জনকে স্থানীয় দোহাজারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে কারও আঘাত তেমন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

বাস খাদে মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর