Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার


১৬ জুন ২০১৯ ১৫:২৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন (বঙ্গবন্ধু শিল্পনগর) থেকে নান্নু মিয়ার (৪৫) নামে সাবেক এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সেখানে একটি ড্রেজিং কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ফরিদপুর জেলার মধুপুর উপজেলায়।

রোববার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইকোনমিক জোনের ইছাখালী এলাকায় একটি খালে লাশটি ভেসে আসে। স্থানীয়রা সেটি উদ্ধারের পর পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ থানার এস আই মাহফুজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, মৃত নান্নু ইকোনোমিক জোনের করিম কনস্ট্রাকশনের প্রতিষ্ঠান ওয়াহিদ এন্টারপ্রাইজের নিরাপত্তা কর্মী।

চট্টগ্রামের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ছামসুদ্দিন ছালেহ আহম্মদ সারাবাংলাকে বলেন, ‘খালে লাশটি ভেসে আসার পর স্থানীয়রাই সেটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।’

নান্নু মিয়া গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম মরদেহ উদ্ধার লাশ উদ্ধার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর