Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজান কি দুদকের চেয়েও শক্তিশালী: আপিল বিভাগ


১৬ জুন ২০১৯ ১৫:০৫ | আপডেট: ১৬ জুন ২০১৯ ১৭:৫১

ফাইল ছবি: ডিআইজি মিজান

ঢাকা: পুলিশের ‘বিতর্কিত’ ডিআইজি মিজানুর রহমানকে এখনও পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। আদালত দুদক আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ডিআইজি মিজানকে কেন এখনো গ্রেফতার করছেন না? সে কি দুদকের চেয়ে বেশি শক্তিশালী?’

রোববার (১৬ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন সংক্রান্ত শুনানির সময় আদালত এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

দুদক আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘আপনাদের একজন পরিচালকের বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। যেখানে দুদক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই প্রতিষ্ঠানের একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সত্যিই অ্যালার্মিং (অশনি সংকেত)।’

আদালত আরও বলেন, ‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে, আবার ওই টাকার বিপরীতে বন্ধকীকৃত সম্পত্তি ছাড়িয়ে নিতে হাইকোর্টে আবার রিট করছেন। এসব বিষয় নিয়ে ভাবার সময় এসেছে।’

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আরও পড়ুন: হলমার্কের জেসমিনের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

সারাবাংলা/এজেডকে/এমও

ডিআইজি মিজান দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর