কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
১৬ জুন ২০১৯ ১১:৫১ | আপডেট: ১৬ জুন ২০১৯ ১১:৫২
কুমিল্লা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লায় আবুল হাশেম (৫২) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাশেম বিরাহিমপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক চোরাকারবারি বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে এক মাদক বিক্রেতা আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অভিযানে ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
সারাবাংলা/এনএইচ