ঝিনাইদহে ট্রাক খাদে পড়ে চালক-হেলপারের মৃত্যু
১৬ জুন ২০১৯ ০৯:১৬ | আপডেট: ১৬ জুন ২০১৯ ০৯:২২
ঝিনাইদহ: নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) ভোর ৬টার দিকে ছালাভরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মৃত ট্রাকচালক সুজন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, সকালে সিমেন্ট বোঝাই ট্রাক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সুজন ও হেলপার মারা যায়।
লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
সারাবাংলা/এনএইচ