ফের রোহিঙ্গাদের ঘর পোড়াচ্ছে মিয়ানমার সেনাবাহিনী
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৪:৪৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির-তুমব্রু সীমান্তের রোহিঙ্গাদের ঘর-বাড়ি আবার পুড়িয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এছাড়া তুমব্রু সীমান্তের জিরো লাইন বরাবরে দু’দিন ধরে কয়েক দফায় ফাঁকা গুলি ছুড়ছে দেশেটির সেনাবাহিনী ও বিজিপি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে মিয়ানমারের ওই এলাকায় ব্যাপক ধোঁয়া দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তুমব্রু সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই ঘটনার পরে বাংলাদেশ সীমান্তে বিজিবি সংখ্যা বাড়ানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে তুমব্রু সীমান্তে মিয়ানমারে মংডু, ফকিরাবাজার ও ঢেকুবনিয়া এলাকায় নতুন করে রোহিঙ্গাদের বাড়িতে আগুন দেওয়া হয়। বুধবার রাতেই আগুন দেখা যায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় জ্বালানো ঘরবাড়িগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
বুধবার রাতে তুমব্রু ও ঘুনধুম সীমান্তের মায়ানমারের সেনাবাহিনী ও বিজিপির সদস্যরা ক্যাম্পগুলো থেকে গুলি ছুড়ে। সীমান্তের ওপারে প্রচুর সংখ্যক সেনা সদস্য অবস্থান নিয়েছে।
এর আগে গত বছর ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১৫ হাজারেও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়। এদের মধ্যে সাপমারা ঝিড়ি, বড় ছনখোলা এলাকা থেকে সব রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে সরিয়ে নেওয়া হয়। তবে তুমব্রু সীমান্তের জিরো লাইনে এখনো ছয় হাজারের বেশি রোহিঙ্গা রয়ে গেছে। এদের কবে নাগাদ সরিয়ে নেওয়া হবে তা এখনো জানাতে পারেনি প্রশাসন।
সারাবাংলা/এনএস