কুয়েতে পৃথিবীর সর্বোচ্চ ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
১৫ জুন ২০১৯ ১০:৩৭ | আপডেট: ১৫ জুন ২০১৯ ১০:৪২
ভয়াবহ দাবদাহ বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এরইমধ্যে গালফ নিউজ জানিয়েছে, কুয়েতে রেকর্ড করা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা। গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। হিটস্ট্রোকে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একইদিন, সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন আগেই ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এছাড়া কাতার, বাহরাইন ও সংযুক্ত আর আমিরাতেও বয়ে যাচ্ছে এই দাবদাহ। আরবের আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, এই পরিস্থিতি আর কিছুদিন বজায় থাকবে। কুয়েতে তাপমাত্রা ৬৮ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী তিন মাস দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সারাবাংলা/এনএইচ