তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
১৪ জুন ২০১৯ ১৭:১৩ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৭:১৫
ঢাকা: রাজধানীর তেজগাঁও মনিপুরি পাড়া এলাকায় বাসের ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ ভবনের পূর্ব পাশে মনিপুরী পাড়া এলাকায় রাস্তায় একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
ঘটনার পর পরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালকেও আটক করেছে পুলিশ। নিহতের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এমও