শ্যামলী পরিবহনের বাসে ইয়াবা, র্যাবের অভিযানে চালক আটক
১৪ জুন ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৪:০৭
ঢাকা: শ্যামলী পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, র্যাব-২। মহাখালী এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাসের চালককেও।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী রেলগেটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের ঢাকা মেট্টো-ভ ১৫২২৯৬ নাম্বার বাসটিতে অভিযান চালানো হয়।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে জানান, অভিযানে বাসের চালক নুরে আলমকে (৪২) আটক করার পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে।
মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের বাসটি ইয়াবা নিয়ে ঢাকায় ঢুকবে। তথ্য অনুযায়ী টিমের সদস্যদের নিয়ে আমরা বাসটির জন্য অপেক্ষা করি। বাসটি মহাখালী এলাকায় এলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-২-এর সিও জানান, চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
সারাবাংলা/এসএইচ/টিআর