Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে ব্যাংকিং খাতের সমস্যাকে স্বীকৃতি দেওয়া হয়নি: সিপিডি


১৪ জুন ২০১৯ ১৩:১৪ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৩:৩২

ঢাকা: ব্যাংক খাতের সমস্যা নিয়ে বাজেটে আলোচনা আছে কিন্তু কর্মপরিকল্পনা নেই। ব্যাংকিং খাতের সমস্যাকে স্বীকৃতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একইসঙ্গে বাজেটে ধনীদের বেশি প্রাধান্য দেয়া হয়েছে বলেও মন্তব্য তার।

শুক্রবার (১৪ জুন) সকালে রাজধানীর লেকশোর হোটেলে জাতীয় বাজেট ২০১৯-২০ সিপিডির পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

দেবপ্রিয় বলেন, বাজেটে স্বচ্ছল ও উচ্চবিত্তকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। প্রান্তিক মানুষের জন্য প্রান্তিক সুবিধা। এই বাজেটে মধ্যবিত্তের খুব বেশি সুবিধা হবে না। বাজেট অপশাসনের সুবিধা ভোগীদের পক্ষে গেছে। অর্থনীতির চ্যালেঞ্জগুলোকে বাজেটে তুলে ধরা হয়নি এবং সমাধানের কোনো আভাস দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সরকারী টাকায় অবকাঠামো নির্মাণ করে জিডিপি বাড়ানোর চেষ্টা প্রাগৈতিহাসিক ধারনা। এটা অনেক ক্ষেত্রেই সমস্যার তৈরি করছে। একইসঙ্গে খাতওয়ারী বরাদ্দের দিক থেকে বাজেট ভারসাম্যহীন ও অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

দেবপ্রিয় আরও বলেন, বাজেট নির্বাচনি ইশতেহার অনুযায়ী হয়নি। তথ্য ও উপাত্তের গরমিল রয়ে গেছে। বর্তমান সময়ে অর্থনৈতিক যে চাপ চলছে বাজেটে তার কোনো স্বীকৃতি নেই। বাজেট দেওয়ার সময় যে অভিনব কায়দা ছিলো বাজেটের তথ্য উপাত্তে তা পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাজেট জনস্বাস্থ্যবিরোধী: প্রজ্ঞা

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, গণমুখী

নেই ‘ছায়া বাজেট’, প্রতিক্রিয়া শুক্রবার

প্রামাণ্যচিত্র দিয়ে বাজেট উপস্থাপন শুরু

সংসদ গ্যালারিতে বসে বাজেট শুনবেন মুহিত

বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হবে না: খসরু

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রীও

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উত্থাপন

পুরোটা না হলেও ৭০ ভাগ খুশি: বিজিএমইএ সভাপতি

প্রস্তাবিত বাজেটে বাস্তবতার প্রতিফলন হয়নি: সিপিডি

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আশাব্যাঞ্জক বাজেট, দেশ আরও এগিয়ে যাবে: ডিসিসিআই

বিশেষ মন্ত্রিসভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুমোদন

উন্নয়নের ধারা এগিয়ে নিতে এবারের বাজেট চমকপ্রদ: নাসিম

সারাবাংলা/ইএইচটি/জেএএম

২০১৯-২০ অর্থবছর বাজেট ব্যাংকিং খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর