উত্তরায় উবার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
১৪ জুন ২০১৯ ১১:১০ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১২:০৮
ঢাকা: রাজধানীর উত্তরা থেকে উবারের প্রাইভেটকার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আরমান (৪২), বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। বৃহস্পতিবার (১৩ জুন) দিনগত রাত ১টার দিকে ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোড থেকে প্রাইভেটকারের ভেতর থেকে আরমানের লাশ উদ্ধার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ এ ঘটনা জানতে পারে। পরে প্রাইভেটকারের ড্রাইভিং সিট থেকে মরদেহ উদ্ধার করা হয়। ড্রাইভিং লাইসেন্স দেখে নিহতের পরিচয় মিলে।
এসআই ফারুক বলেন, ধারণা করা হচ্ছে সে কোনো ছিনতাইকারীকে গাড়িতে তুলেছিল। তারাই গাড়ি নেওয়ার উদ্দেশে পেছন থেকে তার গলা কেটে হত্যা করে। হত্যার পর কোনো কারণে গাড়িটি না নিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মৃত আরমান থাকতো মিরপুর-১২ নম্বর সেকশনে।
সারাবাংলা/এসএসআর/এনএইচ