Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় হামলাকারীর ‘ঘনিষ্ঠ সহচর’কে গ্রেফতার করেছে ভারত


১৪ জুন ২০১৯ ১০:৩২

খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী জাহরান হাশিমের এক ‘ঘনিষ্ঠ সহচর’কে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ)। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ আজহারউদ্দিন (৩২)। খবর বিবিসির।

ভারতের সন্ত্রাসবিরোধী তদন্তকারীরা জানান, তামিলনাড়ুর কইমবাতরে সন্দেহভাজন আইএস আস্তানায় অভিযান চালিয়ে আজহারউদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া আরও পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে এনআইএ। তারা সবাই স্থানীয় যুবকদের মধ্যে আইএসের মতবাদ প্রচারের চেষ্টা করতো।

বিজ্ঞাপন

এনআইএ ভারতের উত্তরাঞ্চলে এপ্রিল থেকে আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে। ভারতের রাজধানী দিল্লিতে হামলার পরিকল্পনা করছিল এমন ডজনখানেক ‘আইএস’ প্ররোচতি ব্যক্তিকে এর আগে গ্রেফতার করে তারা।

আরও পড়ুন: শ্রীলংকা হামলা: কে এই মাস্টারমাইন্ড জাহরান হাশিম?

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল শ্রীলংকার চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৫০ জনের মৃত্যু হয়। ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর এটিই শ্রীলংকাতে হওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস।

সারাবাংলা/এনএইচ

ইস্টার সানডে’র আয়োজনে হামলা জাহরান হাশিম শ্রীলংকায় সিরিজ বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর