Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা অপূর্বর ছোট ভাইয়ের আত্মহত্যা


১৪ জুন ২০১৯ ০৫:২৭

রাজধানীর আদবর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে জাহেদুল ফারুক দ্বীপ (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি অভিনেতা অপূর্বর ভাই। স্ত্রী ডলি ও সাড়ে চার বছর বয়সী ছেলে অংশকে নিয়ে আদবরের ভাড়া বাসায় বসবাস করতেন দ্বীপ।

আদাবর থানার ওসি খুরশীদ আলম জানান, আদাবর শেখেরটেকের ৬নং রোডের নিজ বাসায় বসবাস করতেন দ্বীপ। ওই বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না-তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ময়না-তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বীপের মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে দ্বীপ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দ্বীপ একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পাশাপাশি গান গাইতেন এবং নাটক-টেলিছবির আবহ সঙ্গীত করতেন। তার নিজের একটি স্টুডিও ছিল।

সারাবাংলা/এসএস/টিএস

অপূর্ব অভিনেতা আত্মহত্যা আদাবর পুলিশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর