Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগণতান্ত্রিকভাবে ডাকসুর সিনেট প্রতিনিধি মনোনীত করার অভিযোগ


১৪ জুন ২০১৯ ০২:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর কোনো ফোরামেই আলোচনা না করে পাঁচজন সিনেট প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকসুর ভিপি নুরুল হক নুর এই অভিযোগ করছেন। এ বিষয়ে ডাকসুর একাধিক সদস্যেরও একই অভিযোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশের ২০ (ঠ) ধারা অনুসারে, ডাকসুর মনোনীত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য হবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত পাঁচজন সদস্য মনোনীত করার চিঠি বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। মনোনীত পাঁচজন ছাত্র প্রতিনিধি হলো, ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, সদস্য তিলোত্তমা শিকদার। এছাড়া ডাকসুর বাইরে ছাত্রলীগের কেন্দ্রীয়
সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, পাঁচজন সিনেট সদস্য মনোনয়ন করার বিষয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কোনো মিটিং হয়নি। ডাকসুর গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে, ‘ভিপি সংসদের প্রধান নির্বাহী’। অথচ ডাকসুর সদস্যদের সাথে কোনো ধরণের আলোচনা মিটিং না করেই পাঁচ জনের নাম উপাচার্য বরাবর প্রেরণ করা হয়। উপাচার্য স্যারকে বিষয়টি অবহিত করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এমন একটি বিতর্কিত প্রস্তাব গৃহীত হওয়া সম্পূর্ণ বেআইনি এবং নীতি বহির্ভূত।  ভিপির সম্মতি ও স্বাক্ষর ছাড়াই জিএস নিজের পছন্দমাফিক ডাকসুর নির্বাচিত সদস্যও নয় এমন অনির্বাচিত দুইজনকে সিনেট প্রতিনিধি নির্বাচনেসুপারিশ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত সারাবাংলাকে বলেন, ‘ডাকসুতে আনুষ্ঠানিক আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  অনানুষ্ঠানিকভাবে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত আমরা ২৩ জন বসেছিলাম, কিন্তু সেটি কোনো ফলপ্রসূ আলোচনা ছিল না৷ কারা সদস্য হলেন, সেটি কোনো ব্যাপার নয়, কিন্তু যথাযথ প্রক্রিয়া না মেনে এটি করা হয়েছে— এখানেই আমার আপত্তি। ছাত্রদের প্রতিনিধি হয়ে যদি আমরা গণতান্ত্রিক চর্চা না করি তাহলে অদূর ভবিষ্যতে জাতি আমাদের কাছে কি আশা করবে?

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ডাকসুর প্রতিনিধিরা চাইলে ডাকসুর বাইরে থেকেও সিনেট সদস্য মনোনীত করতে পারেন ৷ বিগত সময়েও এভাবে হয়েছে ৷ ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী সিনেট সদস্য হতে পারেন। ১৯৭৩-৭৪ সালের ডাকসুতেও এভাবে সিনেট সদস্য হয়েছিলেন।

সারাবাংলা/টিএস/টিএস

গোলাম রাব্বানী ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল হক নুর মো. আখতারুজ্জামান রেজওয়ানুল হক চৌধুরী শোভন সনজিত চন্দ্র দাস সিনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর