Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটি খাতে বরাদ্দ প্রস্তাব ১ হাজার ৯৩০ কোটি টাকা


১৪ জুন ২০১৯ ০১:৩৩ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৩:৩৪

২০১৯-২০ অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য ১ হাজার ৯৩০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা বর্তমান ২০১৮-১৯ অর্থ বছরে ছিল ১ হাজার ৭৩৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এ কথা জানান।

আরও পড়ুন- স্টার্টআপে বরাদ্দ থাকছে ১০০ কোটি টাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মঞ্জুরি ও বরাদ্দ দাবীসমূহে বলা হয়েছে, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ২৮৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় করা হবে।

২০১৯-২০ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের খাতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসবের মধ্যে রয়েছে, বাংলাদেশ ই-গভর্নমেন্ট, ই-আরপি প্রকল্প, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প, সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠাকরণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী (বরেন্দ্র সিরিকন সিটি) স্থাপন প্রকল্প, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প, মোবাইল গেম ও এপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প, ডিজিটাল সিলেট সিটি প্রকল্প, সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচি প্রভৃতি।

আরও পড়ুন-

বরাদ্দ বেড়েছে স্বাস্থ্যে

বস্ত্র ও পাটে বরাদ্দ বাড়ল ৬২ কোটি টাকা

যুব ও খেলায় বাজেট বাড়েনি বরং কমলো

কৃষিতে ভর্তুকি বাড়ছে মাত্র ১ কোটি টাকা!

পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি টাকা

এমপিওভুক্তির দ্বার খুলছে, বরাদ্দ বাড়ল শিক্ষাখাতে

বিজ্ঞাপন

গ্রাম পর্যায়ে শহরের সুবিধা দিতে বাজেটে বিশেষ বরাদ্দ

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা

বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ-কর্মসংস্থানে ১০০ কোটি টাকা বরাদ্দ

বিদ্যুৎ খাতে বরাদ্দ ২৮ হাজার কোটি টাকা, ১৭টি নতুন কেন্দ্র হবে

সারাবাংলা/টিএস

২০১৯-২০ অর্থবছরে বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর