তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি
১৩ জুন ২০১৯ ২৩:৫৪ | আপডেট: ১৪ জুন ২০১৯ ০০:৩৭
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে ৭ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় দুশানবের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, তার স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, রেজোয়ান আহম্মদ তৌফিক প্রমুখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত, তিনবাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।
সারাবাংলা/টিএস
ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ফার্স্ট লেডি রাশিদা খানম বাংলাদেশ এয়ারলাইন্স মো. আবদুল হামিদ রেজোয়ান আহম্মদ তৌফিক