Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি


১৩ জুন ২০১৯ ২৩:৫৪ | আপডেট: ১৪ জুন ২০১৯ ০০:৩৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে ৭ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় দুশানবের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, তার স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, রেজোয়ান আহম্মদ তৌফিক প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত, তিনবাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।

সারাবাংলা/টিএস

ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ফার্স্ট লেডি রাশিদা খানম বাংলাদেশ এয়ারলাইন্স মো. আবদুল হামিদ রেজোয়ান আহম্মদ তৌফিক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর