Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নের ধারা এগিয়ে নিতে এবারের বাজেট চমকপ্রদ: নাসিম


১৩ জুন ২০১৯ ২৩:০৭ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৩:৩৬

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সাধারণ জনগণের প্রতি মমত্ববোধ থেকে এবং উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবার একটি চমকপ্রদ বাজেট উত্থাপন করেছে। ১৪ দলের পক্ষ থেকে এ বাজেটকে সাধুবাদ জানাই।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর সন্ধ্যায় ১৪ দলের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব হিসেবে অ্যাখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রবৃদ্ধির হার উচ্চাকাঙ্ক্ষি হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে ইনশাল্লাহ। এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, পোশাক শিল্প, চামড়া শিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যে সহযোগিতার কথা বলা হয়েছে তাতে দ্রুতই গ্রামগুলো শহরের আধুনিক রূপ পাবে।’ এছাড়া তিনি বলেন, এবারের গণমুখী বাজেটে কোনভাবেই সাধারণ মানুষের ওপর কর আরোপ করা হয়নি, বরং কর হ্রাস করা হয়েছে।’

আরও পড়ুন-

বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাজেট জনস্বাস্থ্যবিরোধী: প্রজ্ঞা

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, গণমুখী

প্রামাণ্যচিত্র দিয়ে বাজেট উপস্থাপন শুরু

সংসদ গ্যালারিতে বসে বাজেট শুনবেন মুহিত

বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হবে না: খসরু

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রীও

বিজ্ঞাপন

পুরোটা না হলেও ৭০ ভাগ খুশি: বিজিএমইএ সভাপতি

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আশাব্যাঞ্জক বাজেট, দেশ আরও এগিয়ে যাবে: ডিসিসিআই

সারাবাংলা/এমএমএইচ/এমআই

নাসিম বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর