বাজেট বক্তৃতায় জনআকাঙ্ক্ষার দুদক কার্যকরের প্রত্যয়
১৩ জুন ২০১৯ ২২:৫৬ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৩:৩৮
ঢাকা: জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) একটি কার্যকর কমিশনে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ লক্ষ্যে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত কাজ যথাযথভাবে পরিবীক্ষণের জন্য একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। এই অর্থবছরের মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে দুর্নীতি প্রতিরোধ অংশে স্লোগান রাখা হয়েছে ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশাবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশনের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভাগীয় কার্যালয় ছয়টি থেকে আটটিতে এবং সমন্বিত জেলা কার্যালয় ২২টি থেকে ৩৬টিতে উন্নীত করা হয়েছে। দুর্নীতি দমন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনে গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশ থেকে এক প্লাটুন সশস্ত্র পুলিশ দুর্নীতি দমন কমিশনে সংযুক্ত করা হয়েছে।
আসছে অর্থবছরে দুদককে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত কাজ যথাযথভাবে পরিবীক্ষণের জন্য একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি করা হবে। এটি ব্যবহার করার জন্য ২০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের জনগণ দুর্নীতি দমন কমিশনকে একটি যথাযথ কার্যকর কমিশন হিসাবে দেখতে চায়। সরকারও কমিশনকে সেভাবেই গড়ে তুলবে।
আরও পড়ুন-
বস্ত্র ও পাটে বরাদ্দ বাড়ল ৬২ কোটি টাকা
সার্বজনীন পেনশনে কর্তৃপক্ষ গঠন শিগগিরই
উচ্চ স্তরের সিগারেটের দাম ন্যূনতম ১৫ টাকা!
বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা
দাম বাড়ছে স্মার্টফোনের, কথা বলার খরচও বাড়ছে
‘নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী
বাজেট বক্তৃতায় জনআকাঙ্ক্ষার দুদক কার্যকরের প্রত্যয়
শিক্ষায় জাপান সম্রাট মেইজি’কে অনুসরণ করতে চান অর্থমন্ত্রী
শিশুদের জন্য বাজেটে বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৫৪০ কোটি টাকা
সারাবাংলা/এনআর/টিআর
২০১৯-২০ অর্থবছরের বাজেট দুদক দুর্নীতি দমন কমিশন বাজেট বক্তৃতা