Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ডুবে ভাগ্নের মৃত্যু, নিখোঁজ মামা


১৩ জুন ২০১৯ ২২:৩৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- আনোয়ারুল আরিফিন (১৯)। নিখোঁজ ব্যক্তি হাবিব হাসান (৩৫)। তারা দুইজন সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হালিশহর থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসে আনোয়ারুল আরিফিন ও হাবিব হাসান। পরে দুপুরে শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন তারা। এ সময় বৃষ্টি নামলে স্রোতে নিখোঁজ হন দু’জনই। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবরি দলের সদস্যরা ভাগ্নে আনোয়ারুল আরিফিনকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মামা হাবিবের সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, ‘কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে দুইজনই নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অন্য জনের হদিস পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।’

সারাবাংলা/এমও

কর্ণফুলী পানিতে ডুবে মৃত্যু মামা-ভাগ্নে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর