Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার


১৩ জুন ২০১৯ ১৮:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে ভেসে যাওয়া স্থানের অদূরে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল আরেফিন বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। মৃত তিন শিশু হল- তৌহিদুল আলম (৭) ও তার বড় ভাই জুবায়ের হোসেন (১৪) এবং প্রতিবেশি মো. এজাহার (১২)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী ফেনী নদীতে তলিয়ে যায় এই তিন শিশু।

ইউএনও সাইদুল আরেফিন সারাবাংলাকে বলেন, ‘স্থানীয়রা বলেছেন ফুটবল খেলার পর তিন শিশু সাগরে গোসল করতে নামে। এসময় বৃষ্টি পড়ছিল। জোয়ারের পানিতে এক শিশু তলিয়ে যাওয়ার সময় বাকি দুইজন তাকে বাঁচাতে গিয়ে তারাও হারিয়ে যায়। প্রথমে স্থানীয়রা দেখে তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে।’

নদীতে তলিয়ে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/আরডি/এমও

নিখোঁজ ফেনী নদী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর