Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ


১৩ জুন ২০১৯ ১৮:০১

গাইবান্ধা: গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিলয় হোসেন (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার কামারজানী বন্দরে এই দুর্ঘটনা ঘটে। নিলয়ের বাবার নাম রেজাউল করিম। তাদের বাড়ি উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দুই বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় নিলয়। হঠাৎ তার বন্ধুরা লক্ষ্য করে নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয়রাও অনেক খোঁজ করে। নিলয়ের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে ডুবুরি না থাকায় মাঝ নদীতে নামতে পারছি না। ইতোমধ্যে রংপুরে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে ডুবুরি দল আসছে।

আরও পড়ুন: ফেনী নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ নিখোঁজ ৩

সারাবাংলা/এটি

নিখোঁজ ব্রহ্মপুত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর