বগুড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,লাখ টাকার ওষুধ জব্দ
১৩ জুন ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৭:৪৭
বগুড়া: বৃহস্পতিবার (১৩ জুন) বগুড়া শহরের প্রধান ওষুধের বাজার ‘খান মার্কেটে’ অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ অবৈধ পথে আসা লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ড্রাগ সুপারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অংশ নেন।
বগুড়া ড্রাগ সুপার আহসান হাবিব জানান, গোপন সূত্রের ভিত্তিতে একতা মেডিসিন সাপ্লাই,পল্লী ফার্মেসি ও মোমিন ফার্মেসি নামে তিনটি ওষুধের দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের এই অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা এ্যান্টি এলার্জিক ও যৌন উত্তেজক ওষুধসহ বিনামূল্যে সরবরাহের জন্য জন্ম নিয়ন্ত্রনের সরকারি ওষুধ (ইনজেকশন) পাওয়া যায়। এ সময় এসব ওষুধগুলো জব্দের পাশাপাশি তিনটি দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাবাংলা/ওএম