Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্যস্ফীতিতে লাগাম টানতে চায় সরকার


১৩ জুন ২০১৯ ১৮:০৯ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৮:৪৪

ঢাকা: জিডিপিতে বড় প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির লাগাম টানতে চায় সরকার। এজন্য মূল্যস্ফীতিতে বড় ধরনের সফলতা আশা করছেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় মূল্যস্ফীতির এ লক্ষ্যের কথা তুলে ধরা হয়।

চলতি অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৬০ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছিল। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪৮ শতাংশ। এ হিসাবে লক্ষ্যের মধ্যেই রয়েছে সার্বিক মূল্যস্ফীতি। তবে প্রায় ১২ মাস কমতির দিকে থাকলেও গত তিন মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি বাড়ছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিগত ভোগ ও সরকারি ব্যয় বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী হয়েছে। এর পরও বৈশ্বিক পরিমণ্ডলে উৎপাদন ও বাণিজ্যে প্রাণসঞ্চারের ফলে রফতানি, প্রবাস আয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। এসব বিষয় জিডিপি প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

সারাবাংলা/জেজে/এমআই

অর্থমন্ত্রী বাজেট মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর