Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ নিখোঁজ ৩


১৩ জুন ২০১৯ ১৭:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেনী নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ভুজপুর বাগানবাজার ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘বৃষ্টি হচ্ছিল। গোসল করতে নামার পরে তারা সম্ভবত জোয়ারের পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেছে। এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নামছে।’

নিখোঁজ তিন শিশুর মধ্যে দুই ভাই এবং একজন প্রতিবেশী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি, বলেন শেখ আবদুল্লাহ।

সারাবাংলা/আরডি/এটি

নিখোঁজ ফেনী নদী শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর