Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর মরদেহ মিলল সাগরতীরে


১৩ জুন ২০১৯ ১২:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাগর সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রিয়নাথ দাস (৪৫) বলে জানিয়েছে পুলিশ। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় বেড়িবাঁধের পাশে একটি পুকুরের পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা সে খবর পুলিশকে জানায়।

বিজ্ঞাপন

প্রিয়নাথ দাসে বাড়ি দক্ষিণ কাট্টলী এলাকায়। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রিয়নাথের স্বজনরা জানিয়েছেন- বুধবার দুপুর ২ টার দিকে তিনি ঘর থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারি কমিশনার পংকজ বড়ুয়া সারাবাংলাকে বলেন, লাশের শরীরে রক্ত এবং ভারি বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। সিআইডির ফরেনসিক টিম এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।।

বুধবার দিবাগত রাতের যেকোনও সময়ে প্রিয়নাথের মৃত্যু হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যাকাণ্ড কি না।

সারাবাংলা/আরডি/এমএম

চট্টগ্রাম মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর