Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ বার পেছাল কোটা আন্দোলনের ৪ মামলার প্রতিবেদন


১৩ জুন ২০১৯ ১১:১০

ভাঙচুরের পর ভিসির বাসভবন (ফাইল ছবি)

ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা, কোটা সংস্কার আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলায় বৃহস্পতিবারও (১৩ জুন) তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার এই চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুলাই নতুন তারিখ ঠিক করেন।

ডাকসু নির্বাচনে ‘নতুন শক্তি’ কোটা সংস্কার আন্দোলনের নেতারা

এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ বারের মতো সময় পেলেন মামলার তদন্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৮ বছরের গত ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই বছরের ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ককে মারধর

পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করে। এই চারটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এআই/এসএমএন

কোটা সংস্কার আন্দোলন ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা তদন্ত কর্মকর্তা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর