Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কথা কাটাকাটি’র জেরে মুন্সীগঞ্জে হোটেল মালিককে হত্যা


১২ জুন ২০১৯ ২০:১২

সংগৃহীত ও প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে শাহজালাল (৩৫) নামে এক হোটেল মালিককে হত্যার ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তিনি একই এলাকার কবির (২২)।

বুধবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান বলেন, মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যার পরে কবিরের সঙ্গে হোটেল মালিক শাহজালালের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে শাহজালালকে ছুরি দিয়ে আঘাত করে কবির পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শাহজালালকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢামেকে নেওয়ার পথেই মারা যান শাহজালাল।

পলাতক কবিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত শাহজালাল হাটলক্ষীগঞ্জের বৌ-বাজার এলাকার উকিল উদ্দিন মোল্লার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

 

কথা কাটাকাটির জের হোটেল মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর