Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিনি কক্সবাজারে’ গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ


১২ জুন ২০১৯ ১৭:২০

চাঁদপুর: কুমিল্লা থেকে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ খ্যাত পদ্মা নদীর চরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। নিখোঁজ কলেজছাত্রের নাম রাফিদুল ইসলাম রাফিদ। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ও কুমিল্লার বন কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে।

রাফিদসহ মোট আট বন্ধু চাঁদপুরে বেড়াতে গিয়েছিলেন। তার বন্ধু সাখাওয়াত, হাবীব, জিসান, সুদিপ্ত, মিঠু এবং রাজীব জানান, তারা আটজন বুধবার (১২ জুন) সকাল ৮টার দিকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। বড়স্টেশন এসে একটি ট্রলারযোগে দুপুর ১২টার দিকে চাঁদপুরের মিনি কক্সবাজার খ্যাত পদ্মা নদীর পাড়ে জেগে ওঠা চরে ঘুরতে নামেন তারা। সেখানে সবাই মিলে সাঁতার কাটার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে স্রোতের টানে নিখোঁজ হয়ে যান রাফিদ।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌপুলিশের এসআই হালিম বলেন, কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে তারা উদ্ধার অভিযানে চালাচ্ছেন। নিখোঁজ রাফিদের বন্ধুরা জানিয়েছেন দুপুর সাড়ে ১২টার দিকে রাফিদ তলিয়ে যান।

নৌপুলিশ সুপার জমশের আলী বলেন, নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা শহরের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনার মাঝে গত বছর জেগে উঠেছে এ চরটি। এর চারদিক পদ্মা ও মেঘনার বিস্তৃত জলরাশি। চরটি সম্প্রতি পর্যটকদের কাছে মোহনার চর, চাঁদপুরের সৈকত, আবার কারও মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে উঠেছে।

সারাবাংলা/এসএমএন

চাঁদপুর মিনি কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর