Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি সই


১২ জুন ২০১৯ ১৬:২৭

ঢাকা: ক্যাম্পাসে অর্থ লেনদেন সহজ করতে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এই চুক্তি সম্পন্ন হয়। বুধবার ( ১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী। এছাড়া, ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষে ছিলেন ট্রেজারার হামিদুল হক।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় প্রিমিয়ার ব্যাংক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে টিউশন ফি কালেকশন বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস শামীম মোরশেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, স্থায়ী ক্যাম্পাসের ডীন ড. মোস্তফা কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সারাবাংলা/এনএইচ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রিমিয়ার ব্যাংক সমঝোতা চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর