Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজান অবশ্যই দণ্ডিত হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী


১২ জুন ২০১৯ ১২:৩৯ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:০০

ফাইল ছবি

ঢাকা: ঘুষ দেওয়ার অপরাধে পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে অবশ্যই দণ্ডিত হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১২ জুন) দুপুরে রাজধানীর বকসীবাজার এলাকায় কারা অধিদপ্তর মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে অধিদপ্তরের মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ আয়োজিত ‘উদ্ভাবনী মেলা ও প্রদর্শনী ২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বিজ্ঞাপন

দুদক কর্মকর্তাকে ডিআইজি মিজানের ঘুষ দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। ঘুষ কেনো দিয়েছে? নিশ্চয় সে কোনো অপরাধ করেছে। তা বলার অপেক্ষা রাখে না। তার নিশ্চয় কিছু দুর্বলতা আছে, যা ঢাকার জন্য ঘুষ দিয়েছে। ঘুষ দেওয়া ও নেওয়া যেহেতু সমান অপরাধ, তাই সে অপরাধে অবশ্যই তাকে দণ্ডিত হতে হবে। এ অপরাধে যে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেটাই নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আগের অভিযোগের ভিত্তিতে ডিআইজি মিজানের বিরুদ্ধে বিচারকাজ প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে ডিপার্মেন্টাল এবং দুদকও ব্যবস্থা নিচ্ছে। ’

সম্প্রতি ডিআইজি মিজানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুদক। এজন্য দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এই তদন্ত করতে গিয়ে এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন ডিআইজি মিজান। এজন্য তিনি এনামুল বাছিরের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ড প্রমাণ হিসেবে হাজির করেন। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই ঘটনার সত্যতা নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে কমিশনের শৃঙ্খলা ভঙ্গ ও তথ্য পাচারের অভিযোগে এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করে দুদক।

বিজ্ঞাপন

‘নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ওসি মোয়াজ্জেমকে পুলিশ এখনও কেনো গ্রেফতার করতে পারেনি?’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যখনই কোনো দোষী আমাদের কাছে চিহ্নিত হয়, সঙ্গে সঙ্গে তার পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়। তেমনি ওসি মোয়াজ্জেমের ক্ষেত্রেও হয়েছে। তার পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। সে এখন দেশের ভেতরেই আছে এবং যেকোনো সময় গ্রেফতার হবে। ’

‘চট্টগ্রাম কারাগারে খুন হওয়া অমিত মুহুরির হত্যাকাণ্ড তদন্তে গাফলতি আছে’- পরিবারের এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তে কোনো গাফলতি নেই। এঘটনায় ডিবি এবং পুলিশ তদন্ত করছে। জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ কিন্তু আইনের বাইরে নয়। জড়িতরা কেউ পার পাবে না।

সারাবাংলা/এসএইচ/পিটিএম

ঘুষ দেওয়ার অভিযোগ ডিআইজি মিজান স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর