৩ কয়েদির মৃত্যু
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৩
মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা: কেন্দ্রীয় কারাগারের ৩ হাজতির মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, হিরন (৪০), ওসমান (৬০) ও আব্দুল আলীম (৪৯)।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, বুধবার রাতে কাসিমপুর কারাগার থেকে আব্দুল আলীমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। তার বাবার নাম গোলাম মর্তুজা। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ কারাগারের ভিতরে হিরন ও উসমান নামের দুই আসামি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিরনের বাবার নাম মৃত আ. মোতালেব।কয়েদী ওসমানের বাবার নাম মৃত গফুর মোল্লা।
সারাবাংলা/এমএইচ/টিএম